ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ভোটারদের কাছে ফোনকল করে অযাচিতভাবে ভোট চাওয়ার অভিযোগে খুলনার এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কোন সাংগঠনিক নির্দেশনা ছাড়াই ভোটারদের কাছে ভোট চাওয়ার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা শাখার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পগুন: ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানা গেছে, ডাকসু নির্বাচনে এক নারী ভোটারের কাছে ফোনকল করে ভোট চান ইমতিয়াজ আলী সুজন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে তাকে বহিষ্কার করে সংগঠনটি।
জেআই/