চলতি আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। তিন বছরের মধ্যে এটি সর্বনিম্ন। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএস জানায়, ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২ শতাংশ, ২০২৩ সালের আগস্টে ৯ দশমিক ৯২ শতাংশ এবং ২০২৪ সালের আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ।
আগস্টে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে হার কমে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
জানা গেছে, এ সময়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে মাত্র ৮ দশমিক ১৫ শতাংশ। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও তীব্র হয়েছে।
জেআই/