জাকসু নির্বাচন বর্জনের পর কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জাকসু নির্বাচন বর্জনের পর কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা স্লোগান দেন— ভোট চুরির জাকসু, মানি না মানবো না, ভোট চুরির জাকসু, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।

মিছিলে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের পাশাপাশি জাবি ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাকসু নির্বাচন বর্জনের পর কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

জাকসু নির্বাচন বর্জনের পর কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা স্লোগান দেন— ভোট চুরির জাকসু, মানি না মানবো না, ভোট চুরির জাকসু, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।

মিছিলে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের পাশাপাশি জাবি ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত