জাবির জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
জাবির জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হলেও ফলাফল সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে।

এবারের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়ে শনিবার পর্যন্ত চলছিল। নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার প্রায় ৬৭-৬৮ শতাংশ।

মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৪৩ জন। ছেলেদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার ছিল জাতীয় কবি নজরুল হল (৯৯২ জন) এবং সর্বনিম্ন আ ফ ম কামালউদ্দিন হলে (৩৩৩ জন)। ছাত্রীদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে (৯৫৬ জন) এবং সর্বনিম্ন নওয়াব ফয়জুন্নেসা হলে (২৭৯ জন)।

কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১০টি ছাত্রী হলের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, এক জন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। এর ফলে মাত্র ২৪টি পদের ভোট নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাবির জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

জাবির জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হলেও ফলাফল সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে।

এবারের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়ে শনিবার পর্যন্ত চলছিল। নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার প্রায় ৬৭-৬৮ শতাংশ।

মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৪৩ জন। ছেলেদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার ছিল জাতীয় কবি নজরুল হল (৯৯২ জন) এবং সর্বনিম্ন আ ফ ম কামালউদ্দিন হলে (৩৩৩ জন)। ছাত্রীদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে (৯৫৬ জন) এবং সর্বনিম্ন নওয়াব ফয়জুন্নেসা হলে (২৭৯ জন)।

কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১০টি ছাত্রী হলের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, এক জন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। এর ফলে মাত্র ২৪টি পদের ভোট নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত