ইতালির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভেনিসকে বলা হয় “পানির শহর”। শত শত খাল ও অসংখ্য সেতুর উপর দাঁড়িয়ে থাকা এ শহর বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্র। প্রতি বছর লাখো পর্যটক এখানে ভিড় করেন অনন্য স্থাপত্য ও নৌভ্রমণের অভিজ্ঞতা নিতে।
ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো গন্ডোলা ভ্রমণ। সরু খালপথে ঐতিহ্যবাহী গন্ডোলায় চড়ে ভ্রমণকারীরা উপভোগ করেন শহরের রোমান্টিক সৌন্দর্য। এছাড়া ঐতিহাসিক সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডোজেস প্যালেস, ও গ্র্যান্ড ক্যানাল পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়।
সম্প্রতি শহর কর্তৃপক্ষ পর্যটক নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে। ভেনিসে প্রবেশের জন্য নির্দিষ্ট দিনে টিকিট বুকিংয়ের নিয়ম করা হয়েছে। পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় প্লাস্টিক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও গাইডরা জানাচ্ছেন, নিয়মকানুন থাকা সত্ত্বেও পর্যটকদের আগ্রহ কমছে না। বরং ইউরোপ ভ্রমণকারীদের কাছে ভেনিস এখনও প্রথম পছন্দ।