সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি রাজদরবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এবং দেশটির সব মসজিদে গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছে।

শায়খ আবদুল আজিজ আল-শেখ ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ (রহ.)-এর ইন্তেকালের পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান, জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতারসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান শোকবার্তায় বলেছেন, শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারালো। তিনি ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় অসামান্য অবদান রেখেছেন।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়সে কোরআন হিফজ সম্পন্ন করেন এবং মাত্র ১৭ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। ১৯৬৫ সালে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর শিক্ষকতা শুরু করেন এবং ধীরে ধীরে দেশের গুরুত্বপূর্ণ ইসলামী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হন।

১৯৮২ সালে নামিরাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পান তিনি। টানা ৩৪ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন। ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতির দায়িত্ব নেওয়ার পর থেকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আলেম হিসেবে স্বীকৃতি পান।

তার মৃত্যুতে বিশ্বজুড়ে মুসলমানদের মাঝে গভীর শোক নেমে এসেছে। তিনি রেখে গেছেন ইসলামী জ্ঞান, গবেষণা, ফতোয়া ও সেবার এক বিশাল ভাণ্ডার, যা মুসলিম উম্মাহকে দীর্ঘদিন আলোকিত করবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি রাজদরবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এবং দেশটির সব মসজিদে গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছে।

শায়খ আবদুল আজিজ আল-শেখ ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ (রহ.)-এর ইন্তেকালের পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান, জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতারসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান শোকবার্তায় বলেছেন, শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারালো। তিনি ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় অসামান্য অবদান রেখেছেন।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়সে কোরআন হিফজ সম্পন্ন করেন এবং মাত্র ১৭ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। ১৯৬৫ সালে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর শিক্ষকতা শুরু করেন এবং ধীরে ধীরে দেশের গুরুত্বপূর্ণ ইসলামী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হন।

১৯৮২ সালে নামিরাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পান তিনি। টানা ৩৪ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন। ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতির দায়িত্ব নেওয়ার পর থেকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আলেম হিসেবে স্বীকৃতি পান।

তার মৃত্যুতে বিশ্বজুড়ে মুসলমানদের মাঝে গভীর শোক নেমে এসেছে। তিনি রেখে গেছেন ইসলামী জ্ঞান, গবেষণা, ফতোয়া ও সেবার এক বিশাল ভাণ্ডার, যা মুসলিম উম্মাহকে দীর্ঘদিন আলোকিত করবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত