তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার অনুষ্ঠিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। বক্তব্যের সময় তিনি গাজায় ক্ষুধার্ত শিশু ও মানুষের ছবি প্রদর্শন করে বিশ্বকে নৃশংসতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।
এরদোয়ান বলেন, গাজায় ইতোমধ্যে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যা এখনো নির্মমভাবে চলছে। যার সামান্য বিবেকও আছে সে এই হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না এবং নীরব থাকতে পারে না। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগই দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে দ্রুত করবে।
সম্মেলনে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ পদক্ষেপকে এরদোয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন।
আগামী মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন এরদোয়ান। সেখানে তিনি বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। নিয়ম অনুযায়ী প্রথমে বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। এরদোয়ান ওইদিন চতুর্থ বক্তা হিসেবে ভাষণ দেবেন।
নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে রোববার তিনি বলেন, এ বছরের সাধারণ পরিষদ অন্যবারের চেয়ে ভিন্ন হবে, কারণ এবার বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে।