ড. ইউনূস জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ড. ইউনূস জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ড. ইউনূস ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, প্রবাসী সম্প্রদায় এবং সরকারের গৃহীত সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস দেশজুড়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে বৈঠকে ড. ইউনূস বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য বীমা সম্প্রসারণ, মাতৃ স্বাস্থ্যসেবা ও গ্রামীণ মহিলাদের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাব তুলে ধরেন। তিনি সামাজিক ব্যবসায়িক ওষুধ প্রস্তুতকারকদের দ্বারা উৎপাদিত টিকার সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তাও দেন এবং রানি মাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ এবং সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি খাতের সহযোগিতা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ড. ইউনূস জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

ড. ইউনূস জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ড. ইউনূস ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, প্রবাসী সম্প্রদায় এবং সরকারের গৃহীত সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস দেশজুড়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে বৈঠকে ড. ইউনূস বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য বীমা সম্প্রসারণ, মাতৃ স্বাস্থ্যসেবা ও গ্রামীণ মহিলাদের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাব তুলে ধরেন। তিনি সামাজিক ব্যবসায়িক ওষুধ প্রস্তুতকারকদের দ্বারা উৎপাদিত টিকার সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তাও দেন এবং রানি মাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ এবং সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি খাতের সহযোগিতা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত