স্বামী-স্ত্রী জীবনের পথে একসঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করেন। ভালোবাসা বা অভিমানে একে অপরকে ভিন্ন নামে ডাকা স্বাভাবিক হলেও ইসলামের দৃষ্টিতে স্ত্রীকে “বোন” বা স্বামীকে “ভাই” বলে সম্বোধন করা সঠিক নয়।
হাদিসে এসেছে—আবু তমিমা আল জুহামী (রা.) বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, “হে আমার বোন”। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন, “সে কি তোমার বোন?” এরপর তিনি এ ধরনের সম্বোধনকে অপছন্দ করলেন এবং নিষেধ করলেন। (সুনানে আবু দাউদ: 2204)
ফিকহবিদদের মতে, স্বামী-স্ত্রী একে অপরকে ভাই বা বোন বলে ডাকলে তা মাকরুহ। তবে ভুলক্রমে এমন বললে বিবাহ বন্ধন বা বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না, তালাকও হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)
সমসাময়িক আলেম শায়খ আহমাদুল্লাহ বলেন, এ বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা থাকায় সম্পর্ক নষ্ট না হলেও এ ধরনের সম্বোধন থেকে বিরত থাকাই ইসলামের বিধান অনুযায়ী উত্তম।
অতএব, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বলা থেকে বিরত থাকাই নিরাপদ। স্বামীর নাম ধরে বা সম্মানজনক অন্য কোনো সম্বোধনে ডাকাই উচিত। ইসলামে ভাই-বোন সম্বোধনের কোনো অনুমতি নেই।