আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের সাতটি জেলায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এই এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, নদীবন্দর ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ স্থানে থাকবেন এবং অনভিজ্ঞ নাবিকরা নদী বা সমুদ্রে যাত্রা এড়িয়ে চলবেন।