সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মে ৯৯০টি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটির টাকা ফেরত পাওয়া গেছে। এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা। ইতোমধ্যে এই অর্থ বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন থেকে বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
খালিদ হোসেন বলেন, ৯৯০টি এজেন্সির মধ্যে তিনটির কোনো অব্যয়িত অর্থ জমা ছিল না। ৮৩১টির ব্যাংক হিসাব আছে, তাদের টাকা ব্যাংকে স্থানান্তর করা হবে এবং বাকি ১৫৬টির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের পর টাকা ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, ফেরত দেওয়া টাকার পরিমাণ একটি এজেন্সির জন্য সর্বোচ্চ ৪৫ লাখ এবং সর্বনিম্ন ২ টাকা। এই উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের সদিচ্ছা এবং হজ ব্যবস্থাপনাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
আফ ম খালিদ হোসেন উল্লেখ করেন, দেশের অধিকাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করে। শতকরা হিসেবে এই সংখ্যা ৯০ শতাংশের বেশি। সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের সৌদি প্রান্তের খরচের টাকা সৌদি মন্ত্রণালয়ের নির্দেশনায় মাসার নুসুক প্ল্যাটফর্মে জমা দেওয়া হয়।
তিনি বলেন, হজ এজেন্সিগুলো হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাঠায়নি; ব্যবসার স্বার্থে কিছু বেশি পাঠানো হয় যাতে টাকার কমতি না হয়।