কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধান প্রণয়নের দাবি জানিয়েছে। এ দাবি তারা রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। অথচ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের জন্য বিধান প্রণয়ন করা হয়েছে, যা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তাই তারা অবিলম্বে ওই বিধান বাতিল করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন নিয়ম প্রণয়নের আহ্বান জানান।
মহাসচিব সাজিদুর রহমান বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, যা দেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নিতে পারছে না। তিনি বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান জ্ঞান অর্জনের জন্য, গান-বাজনা শেখার জন্য নয়।
তিনি আরও বলেন, সরকারকে দ্রুত সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান প্রণয়ন করতে হবে। একই সঙ্গে কুরআন অবমাননা ও ধর্ম অবমাননা রোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করারও দাবি জানান হেফাজত নেতারা।