দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁর নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক নিজের ফেসবুকে ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”
এই পোস্টে তনির সঙ্গে তার বিবাহের বিষয়টি স্পষ্ট হয়। অন্যদিকে, তনিও জন্মদিনের ছবি প্রকাশ করে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”
দুজনের এমন প্রকাশ্যে ভালোবাসা বিনিময়ের পর নেটিজেনরা নিশ্চিত হয়েছেন যে, স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই তনি নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তনি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁদের বয়সের পার্থক্য নিয়ে সামাজিক মাধ্যমে তনিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর বিচ্ছেদ ঘটে তনির। পরে ভালোবেসে বিয়ে করেছিলেন শাহাদাৎকে। শুরুতে পরিবার না মানলেও পরে বিষয়টি মেনে নেয় তনির পরিবার।