মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এসময় মেট্রোরেল চলার সময় ওপর থেকে হঠাৎ একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, “আমরা কাছেই ডিউটিতে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন।”

পুলিশের প্রাথমিক ধারণা, মেট্রোরেলের কোনো অংশ থেকে ভারী লোহার বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার কর্মকর্তারা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এসময় মেট্রোরেল চলার সময় ওপর থেকে হঠাৎ একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, “আমরা কাছেই ডিউটিতে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন।”

পুলিশের প্রাথমিক ধারণা, মেট্রোরেলের কোনো অংশ থেকে ভারী লোহার বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার কর্মকর্তারা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত