রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “এ সময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে; ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে বাধা আসতেই পারে। তবে জাতীয় নির্বাচনের অভিযাত্রাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।”
গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী সরকারের বাহিনী দলটির নেতা ভিপি নুরসহ ছাত্রনেতাদের ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে নেয়নি।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


