নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেয়ার এপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড নুর মোহাম্মদ (৩৫)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের ২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত পোড়া গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে শ্রমিকরা জানান, সকালে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তারা দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “গ্যাসরুম সম্প্রসারণের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে।”

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেয়ার এপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড নুর মোহাম্মদ (৩৫)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের ২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত পোড়া গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে শ্রমিকরা জানান, সকালে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তারা দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “গ্যাসরুম সম্প্রসারণের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে।”

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত