রোনালদোর ইতিহাস: ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রোনালদোর ইতিহাস: ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক

সৌদি প্রো লিগে অপরাজিত ধারা ধরে রেখেছে আল নাসর। শনিবার রাতে আল হাজেমকে ২-০ গোলে পরাজিত করে টানা ষষ্ঠ জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচটিতে জোড়া পর্তুগিজ তারকার উজ্জ্বলতা দেখা গেছে—প্রথমে জোয়াও ফেলিক্সের হেডে এগিয়ে যায় আল নাসর, পরে ৮৮তম মিনিটে কাছ থেকে গোল করে রোনালদো দলকে নিশ্চিত জয় এনে দেন।

এই গোলের মধ্য দিয়ে রোনালদো পা রাখলেন তার পেশাদার ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলকে। চলতি মৌসুমে এটি সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।

রোনালদো বর্তমানে সৌদি লিগে মোট ৮০ গোলের মালিক। আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাবে যোগ দিয়ে তিনি ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন।

এই কীর্তি আসে একদিন পরেই, যখন লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তার ক্যারিয়ারের গোলসংখ্যা ৮৯১-এ উন্নীত করেন। ৩৮ বছর ১২২ দিনে রোনালদোর ৯৫০ গোল এবং ৩৮ বছর বয়সে মেসির ৮৯১ গোল—দুজনই এখনো বিশ্ব ফুটবলে গোলের রাজত্ব ধরে রেখেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, মেসি ১,১৩১ ম্যাচে ৮৯১ গোল করেছেন, আর রোনালদো ১,২২০ ম্যাচে ৯৫০ গোলের রেকর্ড গড়েছেন। মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

রোনালদোর ক্লাব ও জাতীয় দলের গোলসংখ্যা:

স্পোর্টিং সিপি – ৫
ম্যানচেস্টার ইউনাইটেড – ১৪৫
রিয়াল মাদ্রিদ – ৪৫০
জুভেন্টাস – ১০১
আল নাসর – ১০৬
পর্তুগাল জাতীয় দল – ১৪৩

মোট গোল: ৯৫০

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রোনালদোর ইতিহাস: ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক

রোনালদোর ইতিহাস: ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক

সৌদি প্রো লিগে অপরাজিত ধারা ধরে রেখেছে আল নাসর। শনিবার রাতে আল হাজেমকে ২-০ গোলে পরাজিত করে টানা ষষ্ঠ জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচটিতে জোড়া পর্তুগিজ তারকার উজ্জ্বলতা দেখা গেছে—প্রথমে জোয়াও ফেলিক্সের হেডে এগিয়ে যায় আল নাসর, পরে ৮৮তম মিনিটে কাছ থেকে গোল করে রোনালদো দলকে নিশ্চিত জয় এনে দেন।

এই গোলের মধ্য দিয়ে রোনালদো পা রাখলেন তার পেশাদার ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলকে। চলতি মৌসুমে এটি সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।

রোনালদো বর্তমানে সৌদি লিগে মোট ৮০ গোলের মালিক। আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাবে যোগ দিয়ে তিনি ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন।

এই কীর্তি আসে একদিন পরেই, যখন লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তার ক্যারিয়ারের গোলসংখ্যা ৮৯১-এ উন্নীত করেন। ৩৮ বছর ১২২ দিনে রোনালদোর ৯৫০ গোল এবং ৩৮ বছর বয়সে মেসির ৮৯১ গোল—দুজনই এখনো বিশ্ব ফুটবলে গোলের রাজত্ব ধরে রেখেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, মেসি ১,১৩১ ম্যাচে ৮৯১ গোল করেছেন, আর রোনালদো ১,২২০ ম্যাচে ৯৫০ গোলের রেকর্ড গড়েছেন। মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

রোনালদোর ক্লাব ও জাতীয় দলের গোলসংখ্যা:

স্পোর্টিং সিপি – ৫
ম্যানচেস্টার ইউনাইটেড – ১৪৫
রিয়াল মাদ্রিদ – ৪৫০
জুভেন্টাস – ১০১
আল নাসর – ১০৬
পর্তুগাল জাতীয় দল – ১৪৩

মোট গোল: ৯৫০

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত