নির্বাচনের সময় জোট গঠন করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে—নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি এ বিষয়ে ইসিকে লিখিতভাবে চিঠিও দিয়েছে।
রবিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল চিঠিটি ইসিতে জমা দেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আরপিও (Representation of the People Order) সংশোধনের সময় ইসির এমন প্রস্তাবের বিরোধিতা করেছিল দলটি। সে সময় বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল যে, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে সেই আশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি।


