প্রবা‌সী‌রা দে‌শের উন্নয়‌নের অং‌শীদার

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
প্রবা‌সী‌রা দে‌শের উন্নয়‌নের অং‌শীদার
ছবি সংগৃহীত

প্রবাস জীবন অনেক কষ্টের। দুয়েকজন ছাড়া অন্যদের হাড়ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। এই টাকাই তারা দেশে মাবাবা, পরিবারকে পাঠিয়ে থাকে এবং তা দিয়েই দেশের অর্থনীতি সচল থাকে। প্রবাসীরা নাড়ির টানে দেশের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছেন। দেশবাসীর প্রতিটি সংকটে ও দুর্যোগে উনারা  সবসময় পাশে দাঁড়ান। বৈদেশিক মুদ্রা আয়ের চারটি উৎসের মধ্যে প্রবাসী আয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়  আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা করোনা মহামারিতে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। করোনার সময় প্রবাসী আয় বাড়ায় আমাদের যে সুবিধা হয়েছে, তা সবার জানা। তাই বলাই যায় প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

বাংলাদেশের প্রায় এক কোটির বেশি কর্মজীবী মানুষ বিদেশে আছেন। এর মধ্যে বড়সংখ্যক আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ৭০টির বেশি দেশ থেকে বিকাশে প্রবাসী আয় আসে। এর মধ্য থেকে বিকাশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। তৃতীয় অবস্থানে আছে সৌদি আরব, দশম স্থানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার অবস্থান ১১তম। বর্তমানে ১৩ থেকে ১৪ হাজার প্রবাসী বাংলাদেশি বৈধ পথে দৈনিক গড়ে প্রায় ১১ কোটি টাকা সমপরিমাণের প্রবাসী আয় পাঠাচ্ছেন বিকাশে। ২০২১ সালে ব্যাংকে আসা ২৪৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২২ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের টাকা গ্রাহকেরা পেয়েছেন বাইরে থেকে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে  দেশীয় রিজার্ভ কমে আসার কারণে দেশের সার্বিক উন্নয়নে আমাদের ভরসা অনেকটাই এখন প্রবাসী আয় জুড়েই আছে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, “দেশ আজ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেলের ন্যায় প্রবাসীরা বাংলাদেশের সব উন্নয়নের অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে তাদের অবদান রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা গর্ব করার মতো।“

বৈধ পথে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় এদেশে আনতে সরকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, টাক পাঠানোর নিরাপত্তা প্রদান,প্রবাসী ভাইয়ের সঠিক সেবা প্রদানসহ সব বিষয়ে নজরদারী বাড়াতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবা‌সী‌রা দে‌শের উন্নয়‌নের অং‌শীদার

প্রবা‌সী‌রা দে‌শের উন্নয়‌নের অং‌শীদার
ছবি সংগৃহীত

প্রবাস জীবন অনেক কষ্টের। দুয়েকজন ছাড়া অন্যদের হাড়ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। এই টাকাই তারা দেশে মাবাবা, পরিবারকে পাঠিয়ে থাকে এবং তা দিয়েই দেশের অর্থনীতি সচল থাকে। প্রবাসীরা নাড়ির টানে দেশের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছেন। দেশবাসীর প্রতিটি সংকটে ও দুর্যোগে উনারা  সবসময় পাশে দাঁড়ান। বৈদেশিক মুদ্রা আয়ের চারটি উৎসের মধ্যে প্রবাসী আয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়  আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা করোনা মহামারিতে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। করোনার সময় প্রবাসী আয় বাড়ায় আমাদের যে সুবিধা হয়েছে, তা সবার জানা। তাই বলাই যায় প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

বাংলাদেশের প্রায় এক কোটির বেশি কর্মজীবী মানুষ বিদেশে আছেন। এর মধ্যে বড়সংখ্যক আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ৭০টির বেশি দেশ থেকে বিকাশে প্রবাসী আয় আসে। এর মধ্য থেকে বিকাশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। তৃতীয় অবস্থানে আছে সৌদি আরব, দশম স্থানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার অবস্থান ১১তম। বর্তমানে ১৩ থেকে ১৪ হাজার প্রবাসী বাংলাদেশি বৈধ পথে দৈনিক গড়ে প্রায় ১১ কোটি টাকা সমপরিমাণের প্রবাসী আয় পাঠাচ্ছেন বিকাশে। ২০২১ সালে ব্যাংকে আসা ২৪৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২২ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের টাকা গ্রাহকেরা পেয়েছেন বাইরে থেকে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে  দেশীয় রিজার্ভ কমে আসার কারণে দেশের সার্বিক উন্নয়নে আমাদের ভরসা অনেকটাই এখন প্রবাসী আয় জুড়েই আছে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, “দেশ আজ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেলের ন্যায় প্রবাসীরা বাংলাদেশের সব উন্নয়নের অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে তাদের অবদান রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা গর্ব করার মতো।“

বৈধ পথে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় এদেশে আনতে সরকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, টাক পাঠানোর নিরাপত্তা প্রদান,প্রবাসী ভাইয়ের সঠিক সেবা প্রদানসহ সব বিষয়ে নজরদারী বাড়াতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত