রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। বুধবার (৮ মার্চ) রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।
তিনি বলেন, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটসহ অনেকে বিষয়টি তদন্ত করছে। তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।