ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেন কালীগঞ্জের চাঁদবা গ্রামে শশুড়বাড়ীতে বেড়াতে আসে। সকালে তিনি স্টেশনের পাশের রেললাইনের উপর বসে ছিলো। সকাল ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে তার মরদেহ উদ্ধার করে রেল পুলিশ।