ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনি থেকে ৩ জনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ।
রোববার (১২ মার্চ) ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টুআর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করে নিয়ে যায়।
অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত চলছে। ওই বাসা থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি জানান, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।