খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (কেএমপি-ডিবি)মাদক বিরোধী অভিযানে এক হাজার,২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে রোববার(১২ই মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানাধীন গল্লামারী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকার মোঃ ইব্রাহীম(৩৩), কে ১ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।