ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হামলার হুমকি, ২ যুবক গ্রেপ্তার

,
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হামলার হুমকি, ২ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাণ্ডব চালানোর হুমকি বার্তা পাঠানোর ঘটনায় মধ্য প্রদেশের রীবা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুজরাত পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল কুমার এবং নরেন্দ্র কুশওয়া। তারা দুজনই মধ্য প্রদেশের সতনার বাসিন্দা।

গুজরাতের সহকারী পুলিশ কমিশনার (সাইবার অপরাধ) জিতেন্দ্র যাদব বলেন, ‘হুমকি বার্তা দেওয়ার ঘটনায় আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। যে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল তা চিহ্নিত করে মধ্য প্রদেশের রীবায় পৌঁছয় পুলিশের একটি দল। সেখানে একটি বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের হুমকি ফোন, বার্তা পাঠানোর জন্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। সিমের ১১টি বাক্স, ৩০০ সিম কার্ড এবং চার-পাঁচটি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে।’

যাদব জানিয়েছেন, যে পদ্ধতিতে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, তার সূত্র কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু একাধিক সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তদের ধরা সম্ভব হয়েছে।

গত ৯ মার্চ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হয়। ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের। কিন্তু সেই ম্যাচের আগেই খালিস্তান জঙ্গি গুরপতবন্ত সিংহ পান্নুনের নামে ভিডিও ও অডিও বার্তা ছড়িয়ে দেওয়া হয় গুজরাতে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হামলার হুমকি, ২ যুবক গ্রেপ্তার

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হামলার হুমকি, ২ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাণ্ডব চালানোর হুমকি বার্তা পাঠানোর ঘটনায় মধ্য প্রদেশের রীবা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুজরাত পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল কুমার এবং নরেন্দ্র কুশওয়া। তারা দুজনই মধ্য প্রদেশের সতনার বাসিন্দা।

গুজরাতের সহকারী পুলিশ কমিশনার (সাইবার অপরাধ) জিতেন্দ্র যাদব বলেন, ‘হুমকি বার্তা দেওয়ার ঘটনায় আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। যে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল তা চিহ্নিত করে মধ্য প্রদেশের রীবায় পৌঁছয় পুলিশের একটি দল। সেখানে একটি বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের হুমকি ফোন, বার্তা পাঠানোর জন্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। সিমের ১১টি বাক্স, ৩০০ সিম কার্ড এবং চার-পাঁচটি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে।’

যাদব জানিয়েছেন, যে পদ্ধতিতে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, তার সূত্র কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু একাধিক সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তদের ধরা সম্ভব হয়েছে।

গত ৯ মার্চ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হয়। ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের। কিন্তু সেই ম্যাচের আগেই খালিস্তান জঙ্গি গুরপতবন্ত সিংহ পান্নুনের নামে ভিডিও ও অডিও বার্তা ছড়িয়ে দেওয়া হয় গুজরাতে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত