ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগে, গ্রেপ্তার ১০০

,
ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগে, গ্রেপ্তার ১০০
ছবি: সংগৃহীত

ইরানে স্কুলের ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছিল। সে ঘটনার জেরে এবার অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় গণমাধ্যম। দেশয়িত স্বরাষ্ট্রমন্ত্রীও এই গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছেন। এর আগে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি।

শনিবার(১১ই মার্চ) গভীর রাতে ইরানের জাতীয় গণমাধ্যম জানায়, স্কুলে ছাত্রীদের বিষক্রিয়া ঘটানোর অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজধানী তেহরানসহ নানা শহর থেকে আটক করা হয়েছে এসব অভিযুক্তদের।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় যে মূলত ছাত্রীদের মনে ভয় ধরানোর জন্যই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক উপায় বেছে নিয়েছিল অভিযুক্তরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আরো বলা হয়, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্টুমি আর অ্যাডভেঞ্চার করতে গিয়েই এমন পন্থা নিয়েছিল অভিযুক্তরা। তাদের উদ্দেশ্য ছিল, ছাত্রীদের ওপর মানসিক চাপ তৈরি করা। তাই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক পদার্থ ব্যবহার করেছিল, যাতে প্রাণহানির মতো ব্যাপক ক্ষতি না হয়।’

বিষক্রিয়া হলেও ছাত্রীরা আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

কয়েকদিন আগেই ইরানের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শখানেক ছাত্রী। তাদের বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছে। এই ঘটনায় শত্রু রাষ্ট্রগুলোকে নিশানা করেছিলেন খামেনি। যদিও বিশেষজ্ঞদের মতে, হিজাববিরোধী আন্দোলন দমিয়ে রাখতে প্রশাসনই এমন হামলা চালিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগে, গ্রেপ্তার ১০০

ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগে, গ্রেপ্তার ১০০
ছবি: সংগৃহীত

ইরানে স্কুলের ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছিল। সে ঘটনার জেরে এবার অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় গণমাধ্যম। দেশয়িত স্বরাষ্ট্রমন্ত্রীও এই গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছেন। এর আগে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি।

শনিবার(১১ই মার্চ) গভীর রাতে ইরানের জাতীয় গণমাধ্যম জানায়, স্কুলে ছাত্রীদের বিষক্রিয়া ঘটানোর অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজধানী তেহরানসহ নানা শহর থেকে আটক করা হয়েছে এসব অভিযুক্তদের।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় যে মূলত ছাত্রীদের মনে ভয় ধরানোর জন্যই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক উপায় বেছে নিয়েছিল অভিযুক্তরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আরো বলা হয়, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্টুমি আর অ্যাডভেঞ্চার করতে গিয়েই এমন পন্থা নিয়েছিল অভিযুক্তরা। তাদের উদ্দেশ্য ছিল, ছাত্রীদের ওপর মানসিক চাপ তৈরি করা। তাই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক পদার্থ ব্যবহার করেছিল, যাতে প্রাণহানির মতো ব্যাপক ক্ষতি না হয়।’

বিষক্রিয়া হলেও ছাত্রীরা আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

কয়েকদিন আগেই ইরানের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শখানেক ছাত্রী। তাদের বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছে। এই ঘটনায় শত্রু রাষ্ট্রগুলোকে নিশানা করেছিলেন খামেনি। যদিও বিশেষজ্ঞদের মতে, হিজাববিরোধী আন্দোলন দমিয়ে রাখতে প্রশাসনই এমন হামলা চালিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত