পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাসান (১০) নামের এক শিশুর মরদেহ উদ্বার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা পর সোমবার(১৩ই মার্চ) সকাল সাড়ে 9 টার দিকে তার মরদেহ ভেসে উঠলে সন্ধ্যা ও গাবখান নদীর মোহনা থেকে স্থানীয়রা উদ্বার করেন।
শনিবার(১১ মার্চ) দুপুরের দিকে আমরাজুড়ি ইউনিয়ন গন্ধর্ব্য আশ্রায়ন এলাকায় শিশুটি নিখোঁজ হওয়ার পরে স্থানীয় ডুবুরিদল ও ফায়ার সার্ভিস নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও শিশুটির কোনো সন্ধান পাইনি। শিশুর পিতার নাম শাহাবুদ্দিন । শিশুটি ঢাকা থেকে খালা বাড়ি বেড়াতে এসেছিলো।
আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাংগীর হোসেন জানান , সকাল সাড়ে নয়টার দিকে গাবখান নদীর মোহনায় টোল ঘরের পাশে শিশুটির ভাসমান মরদেহ পাওয়া যায়।