দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১২ মার্চ)রাত আটটার দিকে ওই বিনোদনকেন্দ্র থেকে এক নারীসহ আট কর্মচারীকে আটক করা হয়। পরে দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা আক্তারের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। নবাবগঞ্জ থানায় করা ওই মামলায় ৮ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মোস্তানছির বিল্লাহ বলেন, রাতেই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অসম্পূর্ণ নাম-ঠিকানা বলেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের সবুজ মিয়া (২৯), কুশদহ গ্রামের রেজওয়ান আহমেদ (১৮), শিবপুর গ্রামের আশরাফুল ইসলাম (১৭), খালিপপুর গ্রামের প্রভাষ কিসকু (৩৬), কুশদহ গ্রামের আজিজুল হক (১৭), রহিমাপুরের জাবেদুল ইসলাম (৪৫), খোশলামপুর গ্রামের মানিকুল ইসলাম (৩২) ও উত্তর গোপালপুর গ্রামের সালমা আক্তার (২১)। এর মধ্যে সালমা ছাড়া সবাই ওই বিনোদনকেন্দ্রের কর্মচারী