খুলনার ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, আসিফ শরীফ রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাসসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম মিয়া। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।