যশোরে প্রেমে প্রতারিত হয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১৪ মার্চ) দুপুরে শহরের পিটিআই রোডে অবস্থিত একটি মেসে সে গলায় ফাঁস দেয়। আত্মহননকারী নাবিলা আহদা ওরফে শাপলা (১৯) ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার আহাদ আলীর মেয়ে। তিনি যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসির (প্রথম বর্ষ) ছাত্রী ছিলো।
স্বজনরা জানিয়েছেন, ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আল মাসুমের সাথে কলেজ ছাত্রী শাপলার প্রেমের সম্পর্ক ছিলো। মাসুম মহিলা কলেজের পাশের একটি মেসে থাকার সুবাদে শাপলার সাথে তার পরিচয়। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক হয়। এরপর বিয়ের কথা বললেই কৌশলে এড়িয়ে যায়।
মঙ্গলবার(১৪ই মার্চ) শাপলা মাসুমকে বিয়ে করার জন্য চাপাচাপি করে। কিন্তু মাসুম তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
এ কারনে, প্রেমিকের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাপলা। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মাসুম আত্মগোপনে রয়েছে।
কোতোয়ালি মডেল থানার এস আই রেজাউল ইসলাম জানান, পরিবার থেকে দাবি করা হচ্ছে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রী নাবিলা আহদা শাপলা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।