নানা বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে তুহিন ব্যাপারী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে যশোরের যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বউ বাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে। বুধবার সকাল ৭ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামে মৃতের নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতের চাচা জাহিদুল ব্যাপারী জানান, দু’সপ্তাহ আগে তুহিন বাড়ি থেকে নানা বাড়ি ঝিকরগাছা বেড়াতে যায়। বুধবার সকাল ৭টার দিকে সে বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলো।
এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।