ব্যানারে এমপি’র নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
ব্যানারে এমপি’র নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের ব্যানারে সংসদ সদস্যে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন মন্ডলের নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে তাৎক্ষণিকভাবেভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচির ব্যানারে এমপির নাম না থাকার ঘটনায় তার সামনেই কিছু ছাত্রলীগ নেতাকর্মী আমাকে বেধড়ক মারধর করে। তারা সবাই এমপির সমর্থক।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সকালে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় এমপি ও দলীয় নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দেয়ার প্রস্তুতি কালে দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে সংসদ সদস্যর নাম না থাকাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস এর কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ হয়। পরে আইনশৃখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় দলীয় কার্যালয়ের বেশকিছু চেয়ার ভাঙচুর করে।

এ ঘটনার পর বেলকুচিতে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ব্যানারে এমপি’র নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর

ব্যানারে এমপি’র নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের ব্যানারে সংসদ সদস্যে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন মন্ডলের নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে তাৎক্ষণিকভাবেভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচির ব্যানারে এমপির নাম না থাকার ঘটনায় তার সামনেই কিছু ছাত্রলীগ নেতাকর্মী আমাকে বেধড়ক মারধর করে। তারা সবাই এমপির সমর্থক।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সকালে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় এমপি ও দলীয় নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দেয়ার প্রস্তুতি কালে দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে সংসদ সদস্যর নাম না থাকাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস এর কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ হয়। পরে আইনশৃখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় দলীয় কার্যালয়ের বেশকিছু চেয়ার ভাঙচুর করে।

এ ঘটনার পর বেলকুচিতে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত