পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

মো: নাঈম কাজী জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা

বাংলাদেশের কোনো পরিবার গৃহহীন ও ভূমিহীন থাকবে না, মুজিববর্ষের প্রধানমন্ত্রীর দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে চতুর্থ দফায় পিরোজপুরের কাউখালীতে ১০০টি বাড়ি বিতরণের মাধ্যমে কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে।

২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। এর পর কাউখালীতে ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘরের চাবি হস্থান্তর করা হয়।

এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কাউখালী উপজেলাকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতীত হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, আরো ১২৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়নে ঘর পেয়ে উপকারভোগী শাহাদত হোসেন ও জেসমিন বেগম জানান, আগে আমাদের ঠিকানা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে আমাদের স্থায়ী ঠিকানা হলো।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা

বাংলাদেশের কোনো পরিবার গৃহহীন ও ভূমিহীন থাকবে না, মুজিববর্ষের প্রধানমন্ত্রীর দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে চতুর্থ দফায় পিরোজপুরের কাউখালীতে ১০০টি বাড়ি বিতরণের মাধ্যমে কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে।

২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। এর পর কাউখালীতে ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘরের চাবি হস্থান্তর করা হয়।

এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কাউখালী উপজেলাকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতীত হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, আরো ১২৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়নে ঘর পেয়ে উপকারভোগী শাহাদত হোসেন ও জেসমিন বেগম জানান, আগে আমাদের ঠিকানা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে আমাদের স্থায়ী ঠিকানা হলো।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত