পিরোজপুরে বাস চাপায় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক তিনি মঠবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অবিনাশ চন্দ্র মিত্রের নিহতের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সকল সদস্য অংশগ্রহণ করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমডি আউয়ালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.কানাই লাল বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাড.আহসানুল কবির বাদল,সিনিয়র আইনজীবী অ্যাড.সাব্বির হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড. মোস্তফা কামাল শামিম, অ্যাড.সাইদুর রহমান টিটো প্রমূখ।
এ সময় বক্তারা ঘাতক বাস চালক সহ সংশ্লিষ্ট দোষী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান