পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ বছর কাউখালীতে দুই হাজার দুই শত কৃষকের মাঝে কৃষি প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারন সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, কাউখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক তারিকুর রহমান তারেক, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম সবুজ প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার জন্য প্রণোদনা প্রাপ্ত সবাইকে গুচ্ছাকারে আউশ ধান চাষাবাদ করতে পরামর্শ দেন। এবছর কাউখালীতে প্রায় ৩হাজার ৩শত ৬৫ হেক্টর আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।