টিকটকের মাধ্যমে প্রেম, তারপরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে মোহাম্মদ নাজমুল হাসান(২৭) নামের এক অপহরণ কারী। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মোহাম্মদ নাজমুল হাসান কক্সবাজারের মহেশখালী থানার শাপলাপুর ইউনিয়নের জামাল হোসেনের ছেলে। সে অপহরণ চক্রের মুলহোতা।
রোববার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫।অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমকে কক্সবাজার শহরের কলাতলী থেকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মুলহোতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় ডিএমপি শাহ আলী থানায় ভিকটিমের বড় বোন অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন যে, তার ছোট বোন রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। টিকটকের মাধ্যমে মোঃ নাজমুল হাসান (২৭) এর সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে এই ব্যক্তি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ের প্রলোভন দেখায়।
গত ২১ মার্চ ভিকটিমের বর্তমান ভাড়া বাসার নিচ থেকে জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার নিয়ে যায় নাজমুলসহ তার অপহরণ চক্রের দল। পরে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর থেকে ভিকটিমের পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
এই ঘটনায় ভিকটিমের বড়বোন বাদী হয়ে মোঃ নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে বিবাদী করে ডিএমপি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ২৫ মার্চ বেলা ২ টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।