খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে হারিয়ে যাওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।তথ্য প্রযুক্তির সহায়তায় জিডিমূলে উদ্ধারকরত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।
হারানো মোবাইল ফিরে পেয়ে ফোনের মালিকগণ তাদের বক্তব্যে বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও আন্তরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ ইমরান; সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহম্মেদ চৌধুরী; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মম্তাজুল হক এবং সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাহিদ হাসান মৃধা-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও হারানো মোবাইলের মানিকগণ।