ময়মনসিংহের নান্দাইলে ফাঁসিতে ঝুঁলন্ত অবস্থায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী মোছা. সাথী আক্তার (৪০) নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩১মার্চ) বিকাল ৪ টায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের নিজ বিল্ডিং থেকে উদ্ধার করা হয়। নিহত মোছা. সাথী আক্তার ওই গ্রামে প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে – নিহত সাথী আক্তারের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকায় ছোট দুটি মেয়ে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুরের দিকে পরিবারের অজান্তে নির্মাণধীন ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে দরজা জানালা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। বড় মেয়ে সামিয়া আক্তার মা সাথীকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গিয়ে দরজা জানালা বন্ধ পান। পরে ইটের সুরঙ্গ দিয়ে একটি কক্ষের ভিতরে মাকে ঝুলন্ত থাকতে দেখে চিৎকার দেয়। এতে আশে পাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। বিকাল ৩ টায় ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় মেয়ে ৫ম শ্রেণী পড়ুয়া ছাত্রী সামিয়া আক্তার বলেন- দুপুরে মাকে খুঁজতে থাকি কোথায় পাই নি। পরে দ্বিতীয় তলায় গিয়ে দেখি রুমের সব দরজা জানালা বন্ধ পরে ইটের সুরঙ্গ দিয়ে দেখি মা ফাঁসিতে ঝুলে আছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান- খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আত্নহত্যা না হত্যা ময়নাতদন্তের রির্পোট শেষে জানা যাবে।