সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি সোনার খনি ধসে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩১ মার্চ) এ হতাহতের এ ঘটনা ঘটে। ভয়েস অফ আমেরিকা, বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, মিশর সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। ধসে অন্তত ২০ শিশুশ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে, সেখান তাদেরকে কবর দেয়া হয়। এর আগে ২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিলো। সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তা-মান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি ধস সেখানে সাধারণ ঘটনা।