কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছ একদল সশস্ত্র সন্ত্রাসী।নিহত রোহিঙ্গা হলেন -উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে হাফেজ সৈয়দ আলম(২৮)।
রোববার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন- রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। রাতে সেহেরি খাওয়ার সময় ৮-১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আজ ভোরে স্থানীয় রোহিঙ্গারা মরদেহ দেখতে পেয়ে উখিয়া থানায় খবর দিলে উখিয়া থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল। এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।