কক্সবাজারের নিজের ১৩ বছরের শিশুকন্যা ধর্ষণ মামলায় পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজারের পূর্ব কলাতলী এলাকার বাসিন্দা কামাল হোসেন (৩৫)। ওই এলাকায় ভাড়া থাকেন তিনি।
সোমবার (৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পিতা আদালতে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে একই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বলেন, কক্সবাজারে চাঞ্চল্যকর পিতা কর্তৃক শিশু ধর্ষণের ঘটনায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন। পরে আসামির বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ এপ্রিল রাত রাতে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পিতা। এরপর কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। কয়েক মাস পর কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পিতাকে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।