রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীর উপজেলার রেজিস্টার্ড হিন্দু বিবাহ নিবন্ধক পুরোহিত ও রাজস্থলী বাজার হরি মন্দিরের পুরোহিত প্রয়াত দিলীপ চক্রবর্তীর শ্রাদ্ধ অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সারাশিয়া হরি ঘর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(৪ এপ্রিল) আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠান শ্রীমৎ গীতা পাঠ করেন, বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। সাথে ছিলেন বিশিষ্ট গীতা পাঠক টিটু দাস, জগদীশ দেবনাথ পুজন,পরান কৃষ্ণ কর্মকার।
জানা যায়, গত ২৫শে মার্চ (শনিবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। দীর্ঘ দিন ধরে রাজস্থলী বাজার হরি পুরোহিতের দায়িত্বে থেকে সকল সম্প্রদায়ের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী বাজার হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্ভু নাথ বণিক, দিলীপ দাস,কানু চক্রবর্তী, সাধারণ সম্পাদক ধনরাম কর্মকার,পলাশ দাসসহ রাজস্থলী উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এদিকে প্রয়াত দিলীপ চক্রবর্তীর অকাল মৃত্যুতে রাজস্থলী উপজেলাসহ রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মঠ মন্দিরে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।