রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক ‘নতুন দিন’ ষ্টেক হোল্ডাদের নিয়ে এ্যাডকোকেসী সভা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টার সময় নির্বাহী অফিসে ইউএসআইডি ও এসএমসির সহযোগিতায় ”নতুন দিন” কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম অনুষ্টিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার সলিমুল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সীমান্তিক ডেপুটি প্রজেক্ট ম্যানেজার কামাল হোসেন।
এছাড়াও এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, পরিবার পরিকল্পনা অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত ও সীমান্তিক কাপ্তাই উপজেলা সুপার ভাইজার সুখেন্দু চাকমা। ইউএনও রুমন দে বলেন নতুন দিনের শ্লোগান ১৮ বছরের আগে বিয়ে নয় ২০বছরের আগে সন্তান নয় ৩৫বছরের পরেও সন্তান নয় এ শ্লোগান ও সীমান্তিক কার্যক্রমের ভূয়াসি প্রশংসা করে।