জনবল ও জ্বালানীর অভাবে পড়ে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
জনবল ও জ্বালানীর অভাবে পড়ে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
ছবি: প্রতিনিধি

প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও চালক না থাকায় দেড় বছরে কোনো কাজেই আসেনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি। বরাদ্দ হয়নি জ্বালানীও। সিভিল সার্জন কার্যালয় চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে এটি। ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ভারত সরকারের দেয়া দেড় কোটি টাকা মূল্যের আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় তিনি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। ওই বছরের ২৭ নভেম্বর ভারত সরকারের উপহারের একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক কর্মচারী বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও চালক না থাকায় এটি ব্যবহার করা যায়নি। এটির জন্য প্রয়োজনীয় জ্বালানীও বরাদ্দ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান মুন্সীর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জনবল ও জ্বালানীর অভাবে পড়ে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

জনবল ও জ্বালানীর অভাবে পড়ে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
ছবি: প্রতিনিধি

প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও চালক না থাকায় দেড় বছরে কোনো কাজেই আসেনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি। বরাদ্দ হয়নি জ্বালানীও। সিভিল সার্জন কার্যালয় চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে এটি। ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ভারত সরকারের দেয়া দেড় কোটি টাকা মূল্যের আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় তিনি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। ওই বছরের ২৭ নভেম্বর ভারত সরকারের উপহারের একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক কর্মচারী বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও চালক না থাকায় এটি ব্যবহার করা যায়নি। এটির জন্য প্রয়োজনীয় জ্বালানীও বরাদ্দ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান মুন্সীর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত