দুই শ্রমিককে হত্যার চেষ্টায় পিতা-পুত্রের নামে মামলা

,
দুই শ্রমিককে হত্যার চেষ্টায় পিতা-পুত্রের নামে মামলা

যশোরে বিসিক রেসকো বিস্কুট ফ্যাক্টরির দুই শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার(৬ এপ্রিল) যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার জামাল হোসেন বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি কোতয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বালিয়াডঙ্গা গ্রামের পূর্বপাড়ার মিন্টু গাজী ও তার ছেলে সৌমিক গাজী।

মামলার অভিযোগে জানা গেছে, জামাল হোসেন, তোফাজ্জেল হোসেন ও সৌমিক বিসিকের রেসকো বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করত। খারাপ আচরণের কারণে সৌমিকের চাকরি চলে যায়। সৌমিক সন্দেহ করে জামাল ও তোফাজ্জেল ষড়যন্ত্র করে তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। এ কারণে চাকরি হারানোর পর থেকে সৌমিক তাদের প্রায় খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৭ মার্চ বিকেলে জামাল ও তোফাজ্জেল মোটরসাইকেলে বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আহাদ সাহেবের বাড়ির সামনে পৌঁছালে সৌমিক ও তার পিতাসহ অপরিচিত কয়েকজন তাদের গতিরোধ করে। এর মধ্যে কোন কিছু বুঝে ওঠার আগে আসামিরা জামাল ও তোফাজ্জেলকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় জামাল হোসেনকে ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমা এন্ড অর্থপেডিক্স রিহ্যাবিলিটেশন ঢাকায় ভর্তি করা হয়। আহত দুইজনের চিকিৎসা ও আসামিদের ঠিকানা যোগাড় করে তিনি আদালতে এ মামলা করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দুই শ্রমিককে হত্যার চেষ্টায় পিতা-পুত্রের নামে মামলা

দুই শ্রমিককে হত্যার চেষ্টায় পিতা-পুত্রের নামে মামলা

যশোরে বিসিক রেসকো বিস্কুট ফ্যাক্টরির দুই শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার(৬ এপ্রিল) যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার জামাল হোসেন বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি কোতয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বালিয়াডঙ্গা গ্রামের পূর্বপাড়ার মিন্টু গাজী ও তার ছেলে সৌমিক গাজী।

মামলার অভিযোগে জানা গেছে, জামাল হোসেন, তোফাজ্জেল হোসেন ও সৌমিক বিসিকের রেসকো বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করত। খারাপ আচরণের কারণে সৌমিকের চাকরি চলে যায়। সৌমিক সন্দেহ করে জামাল ও তোফাজ্জেল ষড়যন্ত্র করে তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। এ কারণে চাকরি হারানোর পর থেকে সৌমিক তাদের প্রায় খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৭ মার্চ বিকেলে জামাল ও তোফাজ্জেল মোটরসাইকেলে বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আহাদ সাহেবের বাড়ির সামনে পৌঁছালে সৌমিক ও তার পিতাসহ অপরিচিত কয়েকজন তাদের গতিরোধ করে। এর মধ্যে কোন কিছু বুঝে ওঠার আগে আসামিরা জামাল ও তোফাজ্জেলকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় জামাল হোসেনকে ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমা এন্ড অর্থপেডিক্স রিহ্যাবিলিটেশন ঢাকায় ভর্তি করা হয়। আহত দুইজনের চিকিৎসা ও আসামিদের ঠিকানা যোগাড় করে তিনি আদালতে এ মামলা করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত