রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে দলটি।
মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা সাবেক মেয়র ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো:সাইফুল ইসলাম ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজস্থলী উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স।
এতে আরও উপস্থিত ছিলেন দলটির ইউনিয়ন ও উপজেলা বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ আজ বড়ই অসহায় হয়ে পড়ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এরফলে সাধারণ মানুষ নীরব দুঃখের দুর্ভিক্ষের মধ্যে দিনযাপন করছে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তার জন্য জোর দাবি জানায়।