ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান পালোয়ান (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চরেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর (৪০) ওই গ্রামের আসন পালোয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাফিজুর রহমান পালোয়ান সোমবার সন্ধ্যার পূর্বে টেলিভিশনের এন্টেনা লাগানোর সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, এ বিষয়ে ধোবাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান পালোয়ান (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চরেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর (৪০) ওই গ্রামের আসন পালোয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাফিজুর রহমান পালোয়ান সোমবার সন্ধ্যার পূর্বে টেলিভিশনের এন্টেনা লাগানোর সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, এ বিষয়ে ধোবাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত