রাঙ্গামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রা রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ঘটিকার সময় এই শোভাযাত্রাটি ইনস্টিটিউটের চতুর্দিকে প্রদক্ষিণ করে এবং সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সকল বিভাগের প্রধানগণ, শিক্ষকগণ, অফিসের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।