রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির সংলগ্ন শিব পুকুর পাড়ে শ্রী শ্রী স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি (১০৮) মহারাজের ১১৪ তম শুভ আবির্ভাব উপলক্ষে শ্রী শ্রী চড়ক পূজা (মেলা) ২০২৩ ইং ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) আয়োজিত চড়ক পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, বাঙ্গালহালিয়া চড়ক পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কান্তি দেব, ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্য বাপ্পী দেব, অমর নাথ চৌধুরী টিকলু, মগেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী, পংকজ ভুষন চৌধুরী, হারাধন দাস, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন দত্ত, দোলন দে, সুমন কান্তি দে, রুবেল সিকদার রাজু চৌধুরী, বিকাশ বিশ্বাস, পুলক সাহা, সুজিত কুমার কর টিপু, মনোরঞ্জন দাস, নৃপতি দে, রাজেশ দে, রনজিৎ দে, আশিষ বিশ্বাস, প্রবীর দত্ত, নয়ন চৌধুরী, সুব্রত দে, চন্দন দে, বিশু মল্লিক প্রমুখ। দুপুরে পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আনন্দ বাজারে শত শত ভক্তরা মহাপ্রসাদ আস্বাদন করেন।