অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহ ও অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর প্রাণে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে রাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে বাজার এলাকার অনেককে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দুই এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি

অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহ ও অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর প্রাণে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে রাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে বাজার এলাকার অনেককে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দুই এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত