চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিতাব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কাদিপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে গ্রামের মাঠে কিতাব আলীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সে বিয়ের পর থেকে কাদিপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতো। দীর্ঘদিন থেকেই তারা স্বামী-স্ত্রী মাদক ব্যবসায় সম্পৃক্ত ছিলো। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধে সে খুন হয়ে থাকতে পারে। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।